স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : শাসক দলের ছত্রছায়ায় পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে সদস্য হয়েও কুখ্যাত মাফিয়া গিরি থেকে নিজেকে দূরে সরাতে পারলেন না রঞ্জিত সরকার নামে এক দুষ্কৃতী। তার হাতে এবার আক্রান্ত হলো এক বৃদ্ধা গীতা রুদ্র পাল। ঘটনা আমতলী থানাধীন বেলাবর তিল মুড়া এলাকায়। আক্রান্ত বৃদ্ধার ছেলে স্বপন রদ্র পালের কাছ থেকে জানা যায়, তাদের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর তুলছে।
নির্মাণ সামগ্রী বাড়ির গলি পথে রাখায় এলাকার পঞ্চায়েত সদস্য রণজিৎ সরকার মহিলাকে বিভিন্নভাবে হুমকি দেয়। কিন্তু বৃদ্ধ মহিলা অভিযুক্ত রঞ্জিতকে বলেছিল কিছুক্ষণের মধ্যেই তিনি নির্মাণ সামগ্রী বাড়িতে নিয়ে যাচ্ছে। কিন্তু কোন কথা না শুনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারপর সোমবার সকালে অভিযুক্ত রঞ্জিত সরকার, লিটন সরকার, জিৎ সরকার, নারায়ণ সরকার সহ কয়েকজন মহিলার বাড়িতে এসে বৃদ্ধা মহিলার উপর আক্রমণ করেন। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হুমকি দিয়ে যায়। এবং তার ছেলেকেও মারধর করে এবং প্রাননাশের হুমকি দেয় বলে অভিযোগ।
এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন আক্রান্ত পরিবার। প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর নিকট জীবন ভিক্ষা চাইলেন আক্রান্ত মহিলার ছেলে। তিনি আরো জানান গত কয়েকদিন ধরেই এভাবে জ্বালা যন্ত্রণা করে চলেছে অভিযুক্ত। বিনা কারণে এভাবে তার মায়ের উপর আক্রমণ নামিয়ে এনেছে। অভিযুক্তের হাতে গুরুতর আহত হয়েছে তার মা। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। অভিযুক্তের বিরুদ্ধে বৃদ্ধার ছেলের আরো অভিযোগ, তার বিরুদ্ধে আগেও বহু অভিযোগ রয়েছে। জেল খেটেও অভিযুক্ত রঞ্জিত শুধরায় নি। এলাকার মানুষের কাছে সে মাফিয়া বলে পরিচিত। তার এ ধরনের কার্যকলাপ এলাকার ত্রাস সৃষ্টি করে রেখেছে। শহরের বুকে যদি এ ধরনের দুঃশাসন কায়েম হয়ে থাকে তাহলে রাজ্যের গ্রাম পাহাড়ে কি পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে তা রীতি মতো প্রশ্ন তুলতে শুরু করেছে।