স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : সাত সকালে প্রকাশ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে উঠলো কুখ্যাত গাঁজা পাচারকারী। ঘটনা বিশালগড়ের গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। জানা যায় শুক্রবার সকালে বিশালগড়ের গকুলনগর এলাকায় TR-08A-0716 নাম্বারে একটি মারুতি গাড়ি আটক করে পুলিশ।
পরে ডিসিএম প্রসেনজিৎ দাস, বিশালগড় থানার ওসি সনজিৎ সেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাসি অভিযানে উদ্ধার হয় ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা। জানা যায় গাড়িটি আগরতলার নরসিংগড় থেকে মধুপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। গাঁজা উদ্ধারের পাশাপাশি আটক করা হয় গাড়ি চালক আশীষ দাসকে। বিশালগড় থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে মারুতি গাড়িটিকে আটক করা হয়। এনডিপিএস অ্যাক্টে গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলে জানান তিনি।