স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : শান্তির বাজার মহকুমার কালাছড়া এলাকায় দুর্ঘটনায় পড়ল একটি চোরাই কাঠ বোঝাই গাড়ি। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার সকাল বেলা শান্তিরবাজার পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে টি আর ০৩ ০৪৭৯ নাম্বারের মারুতি ভ্যান গাড়ি। তখন গাড়িতে প্রচার পরিমানে চোরাইকাঠ দেখতে পায় বন দপ্তরের কর্মীরা। বনদপ্তরের কর্মীদের দেখে চোরাইকাঠ বোঝাই গাড়িটি পালিয়ে যাবার চেষ্টা করে।
তখন এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে। বনদপ্তর গাড়িটি পেছনে ধাওয়া করায় দুর্ঘটনায় পড়ার পর একজন গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তারা দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। আহত ব্যক্তির নাম সুজন দেবনাথ। বাড়ি শান্তিরবাজার পশ্চিম পাড়ায়। বর্তমানে তিনি দক্ষিণ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।