স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রনের দাবিতে রাজধানীতে প্রতিবাদ মিছিল সদর জেলা কংগ্রেসের। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় জানান, দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় ক্ষমতা মানুষের হাতের বাইরে চলে গেছে।
অথচ সরকার নীরব। মুখ্যমন্ত্রী দলের সদস্যতা অভিযান নিয়ে ব্যস্ত। তিনি এইদিন সরকারের নিকট দ্রব্য মূল্য নিয়ন্ত্রনের দাবি জানান। তাই সদর মহকুমা শাসকের কাছে ডেকোরেশন প্রদান করা হয়। দাবি জানানো হয়েছে অতিসত্বর প্রশাসনিক নজরদারি চালানোর জন্য। আরো দাবি জানান যদি রাজ্য সরকার প্রধান সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে তিনি গদির থেকে সরে যাক। তাহলে জনগণ রেহাই পাবে। কারণ বিজেপি সরকার কালো বাজারি ও মজুদারদের সরকার বলে এদিন অভিযোগ তুলেন। উল্লেখ্য, দূর্গা পূজার আগে থেকে রাজ্যে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে নেই কোন বাজার অভিযান। সাধারণ মানুষকে এর খেসারত দিতে হচ্ছে। তাই এবার প্রতিবাদের নামলো কংগ্রেস। আয়োজিত প্রতিবাদ মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।