স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : বুধবার থেকে এনসিসি-র গ্রুপ কমান্ডারদের দ্বি-বার্ষিক কনফারেন্স শুরু হয়। আসাম রাইফেলের সদর দপ্তরে অবস্থিত এআর অডিটোরিয়ামে এই কনফারেন্স শুরু হল। এই কনফারেন্স চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। বুধবার কনফারেন্সের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল এনসিসি মেজর জেনারেল গগন দীপ সহ অন্যান্যরা।
এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন ১৯৬৬ ও ১৯৬৭ সালে তিনি নিজে এনসিসি ক্যাম্পে অংগ্রহন করেছিলেন। সেই সময় সেই রকম কোন পরিকাঠামো ছিল না। ছিল না পাকা শৌচালয়। সেই সময় এনসিসি ক্যাম্পে অংশগ্রহণ করা অনেক কষ্টকর ছিল। বর্তমানে সেই পরিস্থিতি নেই। এনসিসি ক্যাম্প থেকে অনেক কিছু শিখা যায় বলে জানান তিনি।