স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : হাতেগোনা আর মাত্র কয়েকদিন। তারপরেই আলোর উৎসব দীপাবলি। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য আলোয় সেজে উঠে এই উৎসবে। প্রত্যেকটি ঘর সেজে উঠে প্রদীপের আলোয়। আকাশে উড়ে ফানুস, জ্বলে আকাশ প্রদীপ। প্রতি বছরের মত এবারও আলোয় সেজে উঠবে গোটা দেশ এবং রাজ্য সহ চারপাশ। কিন্তু বর্তমানে বাহারি রঙ্গিন চাকচিক্যতার বাজারে মিটমিট করে জ্বলছে মাটির তৈরি প্রদীপের শিখা।
বর্তমান ডিজিটাল যুগে বাহারি ইলেকট্রনিক্স লাইটের বাজারে মাটির তৈরি প্রদীপের আলো খানিকটা ফিকে পড়ে গেছে। বর্তমান সময়কালে আর তেমন চাহিদা নেই মাটি দিয়ে তৈরি প্রদীপের, তবুও মৃৎশিল্পীরা বুকে একরাশ আশা নিয়ে আজও তৈরি করে চলছে মাটির প্রদীপ। বছরের একটাই দিন আলোর উৎসব দীপাবলি, মৃৎশিল্পীরা ব্যাবসা ভালো হবে এই আশা নিয়ে মাটির প্রদীপ তৈরিতে ব্যাস্ত। কিন্তু মন্দার বাজারে তাদের ব্যাবসা কতটুকু ভালো হবে সেটাই লাখ টাকার প্রশ্ন। মৃৎশিল্পী স্বপন রুদ্র পাল জানান, অনেকাংশই কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা। তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির মূল উপকরণ মাটি সহ প্রদীপ তৈরির আনুসাঙ্গিক জিনিসপত্রের দাম। তবে বর্তমান ডটকম যুগে বাহারি লাইটকে সামনে থেকে টক্কর দিতে প্রস্তুত মাটির তৈরি প্রদীপ। মৃৎশিল্পীদের আশা মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করবে জগত সংসার, ঘুছে যাবে সমস্ত দুঃখ কষ্টের গ্লানি।