স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর :আগুনে পুড়ে ছাই হয়ে গেল এক পরিবারের বসত ঘর। ঘটনা সোমবার দুপুরে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রভাপুর এস বি স্কুল সংলগ্ন এলাকায়। এলাকার বাসিন্দা হত দরিদ্র মানিক দেববর্মার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসত ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু। ঘটনার সময় বাড়ির মালিক মানিক দেববর্মা ও ওনার পরিবারের লোকজন বাড়িতে ছিল না।
পাশের বাড়ির লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে শ্রীনগর থানার পুলিশ ও আনন্দনগর দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মানিক দেববর্মার বসত ঘর সহ ঘরে থাকা সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান মানিক দেববর্মার বসত ঘরের কোন কিছু আগুনের হাত থেকে রক্ষা করা যায় নি।