স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : নবমীর পুজোর দিন ১৫ বছরের কিশোরীকে অপহরণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গ্রেফতার হল এক যুবক। ঘটনা খোয়াই পূর্ব গণকী এলাকায়। পুলিশ জানায়, পূর্ব গনকি এলাকার নবমী পূজার দিন ১৫ বছরের এক কিশোরীকে খোয়াই শহর এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় এক যুবক। নাবালিকার পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ উঠেছে উত্তর দুর্গানগর এলাকার আকাশ দেবের বিরুদ্ধে।
পরেদিন সকাল বেলা কিশোরীর পরিবারের তরফ থেকে খোয়াই মহিলা থানায় আকাশ দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। সোমবার রাত্রিবেলা আগরতলা এলাকা থেকে আকাশ দেবকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। উদ্ধার করা হয় ওই নাবালিকাকেও। মহিলা থানার পুলিশ মঙ্গলবার সকালে থানায় নিয়ে আসে। অপহরণকারী বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে খোয়াই জেলা আদালতে হাজির করে।