স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : প্রতিমা নিরঞ্জনে যাওয়াকে কেন্দ্র করে প্রেমিকের সাথে কথা কাটাকাটি জেরে আত্মহত্যা করল প্রেমিকা। ঘটনা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। এলাকার নিকিতা দাস দীর্ঘ এক বছর যাবৎ সাগর শীল নামে এক যুবকের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। সোমবার প্রেমিকা নিকিতা দাস প্রতিমা নিরঞ্জনে যাওয়া নিয়ে প্রেমিক সাগর শীলের সাথে কথা কাটাকাটি হয়।
প্রেমিক সাগর জানায়, তার প্রেমিকা নিকিতা রাতের বেলা সে বাধা দেওয়ার পরেও তার ভাইয়ের সাথে দশমী দেখতে বাড়ি থেকে বের হতে চেয়েছিল। কিন্তু তার সেই ভাইকে সাগর চিনে না। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই পরে নিজ ঘরে আত্মহত্যা করে নিকিতা। সঙ্গে সঙ্গে তাকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিকিতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। নিকিতা দাসের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। অন্যদিকে মৃত নিকিতা দাসের পরিবারের লোকেরা প্রেমিক সাগর শীলকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।