স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : পুকুর থেকে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ। ঘটনা মঙ্গলবার সাত সকালে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের নতুন বাজার আশ্রমপাড়া এলাকায়। এইদিন সকালে গ্রামের মানুষ দেখতে পায় নতুন বাজার আশ্রমপাড়া এলাকায় বুদ্ধ রায় দেববর্মার পুকুরের জলে একটি মৃতদেহ ভাসছে। সাথে সাথে খবর দেওয়া হয় টাকারজলা থানায়। ঘটনাস্থলে ছুটে যায় টাকারজলা থানার পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ মিলে পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে। তারপর এলাকাবাসিরা মৃতদেহ শনাক্ত করে। জানা যায় মৃত বৃদ্ধ পুকুরের মালিক বুদ্ধ রায় দেববর্মা। বয়স আনুমানিক ৮০ বছর। বাড়ি গোলাঘাটি হাতি-কাঁতাল লক্ষণ সাধুপাড়া এলাকায়। গ্রামের লোকজন মৃত বুদ্ধ রায় দেববর্মার বাড়িতে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে বাড়ির লোকজন। জানা যায় বুদ্ধ রায় দেববর্মা ১৩ অক্টোবর অর্থাৎ রবিবার গোলাঘাটি নতুন বাজার আশ্রমপাড়া ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত দুর্গা পূজার দশমীতে অংশগ্রহণ করতে যান। তারপর তিনি আর বাড়িতে ফিরে যান নি। পরিবারের লোকজন ভেবেছিল তিনি বড় ছেলের বাড়িতে গিয়েছেন। তাই পরিবারের লোকজন আর খোঁজখবর নেয় নি। এরই মধ্যে মঙ্গলবার সকালে বুদ্ধ রায় দেববর্মার মৃতদেহ উদ্ধার হয় পুকুরের জল থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।