স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : মদমত্ত স্বামীর মারে গুরুতর আহত স্ত্রী। ঘটনা কদমতলা থানাধীন রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের পিয়ারাছড়া ৩ নং ওয়ার্ড এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা বিরজু তেলেঙ্গা সোমবার রাতে মদমত্ত অবস্থায় বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর শুরু করে।
এতে বিরজু তেলেঙ্গার স্ত্রী রত্না তেলেঙ্গা গুরুতর ভাবে আহত হয়। রত্না তেলেঙ্গার মাথা ফেটে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে রত্না তেলেঙ্গাকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর আহত রত্না তেলেঙ্গাকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালের রেফার করে দেন। এইদিকে কদমতলা থানার পুলিশ অভিযুক্ত স্বামী বীরজু তেলেঙ্গাকে আটক করে থানায় নিয়ে যায়। আহত রত্না তেলেঙ্গার ছেলে জানান তার বাবা তার মাকে মারধর করেছে।