স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। সোমবার রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন সাব্রুম স্টেশনে এসে দাঁড়ায় তখন রেলের অন্যান্য যাত্রীরা দেখতে পায় একটি ঝুলন্ত দেহ কামরার ভেতরে।
পরবর্তী সময়ে ঘটনার তদন্তে নামে জিআরপি থানার পুলিশ ও সাব্রুম থানার পুলিশ। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে। তবে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে তার নাম অরুণ দেবনাথ, বাড়ি ধর্মনগরের উপতা খালী এলাকায় । তবে ময়না তদন্তের পর ষ্পষ্ট হবে খুন নাকি আত্মহত্যা।