স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : আবারো রাজ্যের সম্প্রদায়িক উস্কানির চেষ্টা। কদমতলার ঘটনার পুনরাবৃত্তি পানিসাগর পেকুছড়াতে। দুই সম্প্রদায়ের জাতিগত বিদ্বেষে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে বিশাল বাহিনী নিয়ে এলাকায় অবস্থান করছেন। পাশাপাশি টিএসআরের ১৩ নং ব্যাটালিয়নের জওয়ানদের আনা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা প্রদানের জন্য এবং ঘটনা যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে পানিসাগরের পেকুছাড়াতে দুর্বৃত্তরা একটি শিব মন্দির ভেঙে ফেলে। মঙ্গলবার সকালে এই ঘটনা দেখতে পেয়ে প্রতিরোধস্বরূপ পেকু ছড়ার মসজিদে ভেঙ্গে তছনছ করে দেয়।
ঘটনা ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। খবর পেয়ে উত্তর জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ তার নিয়ন্ত্রণে নিয়ে আসে সম্পূর্ণ ঘটনা। বর্তমানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং টিএসআর -এর ১৩ নং ব্যাটালিয়নের জওয়ানরা এলাকায় মোতায়েন রয়েছে বলে খবর। এদিকে পানিসাগরে নতুন করে সাম্প্রদায়িক অশান্তির আগুন। রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পক্ষ থেকে ক্লোজড করে দেওয়া হলো উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে। তাকে পুলিশের সদর দপ্তরের রিপোর্ট করতে বলা হয়েছে। ধলাই জেলার পুলিশ সুপার অবিনেশ রাইকে উত্তর জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে। অপরদিকে পরিবেশ শান্ত রাখতে এবং সামাজিক মাধ্যমে যাতে কোন গুজব না ছড়ানো হয় তার জন্য উত্তর ত্রিপুরা জেলায় আগামী ৭২ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।