স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : কংগ্রেস ইন্দিরা ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে তার নারী শক্তি অভিযান ঘোষণা করেছে। ইন্দিরা ফেলোশিপ প্রোগ্রাম হল ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি উদ্যোগ, যা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণে গঠিত হয়েছিল। রাজনৈতিক অঙ্গনে নারীদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে ইন্দিরা গান্ধী এটি গঠন করেছিলেন। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা মহিলা কংগ্রেসের অবজারভার মমতাজ বেগম সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান।
তিনি বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক প্রতিনিধিত্ব সহ প্রশাসনের বিভিন্ন দিকগুলিতে মহিলাদের উৎসাহিত করতে ও ক্ষমতায়নের জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়েছে। আই এন সি -র নীতি বাস্তবায়ন করেছে। এবং রাজনীতিতে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মহিলাদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজনীতি এবং জাতি গঠনে মহিলাদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার ধার্ণায় গভীরভাবে বিনিয়োগ করেছেন এবং শক্তি অভিযান নামক এই বিপ্লবে যোগ দেওয়ার জন্য মহিলাদের আহ্বান জানিয়েছেন। ইন্দিরা ফেলোশিপ হল শক্তি অভিযানের একটি উল্লেখযোগ্য দিক এবং যা মহিলাদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে যারা তাদের সম্প্রদায়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে চায়।
এক বছরের স্বল্প সময়ে দেশের ২৮ টি রাজ্যে তিন শতাধিকের বেশি ফেলো এবং ৩৫০ টি ব্লকে আশ্চর্যজনক ৩১ হাজার সদস্য নিয়ে ৪,৩০০ টি শক্তি ক্লাব প্রতিষ্ঠা করেছে। যা শক্তি অভিযানের স্থাপন ও পরিচালনার জন্য নোডাল পয়েন্ট হিসাবে কাজ করছে। তাই লক্ষ্য হল সংস্থান, সুযোগ এবং ক্ষমতা কাঠামোতে নারীরা যাতে ৫০ শতাংশ ভাগ পায় তা নিশ্চিত করা। তাই শক্তি অভিযান নারীদেরকে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে নিজেদের সংগঠিত করার আহ্বান জানায়। দেশের বর্তমান আর্থ-সামাজিক-রাজনৈতিক আবহাওয়ার জন্য নারীদের পরিবর্তনের নির্মাতা হিসেবে ত্রিপুরা রাজ্যেও কাজ করতে হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস নেতা পিযুষ কান্তি বিশ্বাস, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ সহ অন্যান্যরা।