স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় দূর্গা পূজার চাঁদা সংগ্রহ ঘিরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনার একাধিক শান্তি বৈঠক হলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে এখনো। কদমতলা বাজারের দোকান পাট পুরোপুরি খুলে নি। তার মাঝে অনেকে সামাজিক মাধ্যম বিভিন্ন জায়গার ভিডিও কদমতলার নাম দিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, ছড়ানো হচ্ছে গুজবও।
তাই কদমতলার শান্তি সম্প্রীতি অটুট রাখতে সোমবার কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি ও উভয় সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এদিন দুপুর বারোটা নাগাদ দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে তেত্রিশ জন সদস্য দিয়ে “কদমতলা কুর্তি নাগরিক মঞ্চ” নামক কমিটি গঠন করা হয়। যে কমিটিতে রয়েছেন কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস,কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ, চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা, পঞ্চায়েত সমিতির সদস্য হাসিম তালুকদার, জহরুল হক, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, বিশিষ্ট সমাজ সেবী, গিয়াস উদ্দিন চৌধুরী, ফকর উদ্দিন, উস্তার আলী, হীরালাল নাথ, সুভাশিষ সেনগুপ্ত, রসময় নাথ সহ প্রাক্তন শিক্ষক সহ এলাকার উভয় সম্প্রদায়ের বিশিষ্টজনেরা।
এদিনের বৈঠকে উপস্থিত সকলেই কদমতলার শান্তি সম্প্রীতি অটুট রাখতে বদ্ধপরিকর। পাশাপাশি গুজব ও বিভ্রান্ত সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথও উভয় সম্প্রদায়ের মানুষের সহযোগিতা চেয়ে গুজব ও বিভ্রান্ত কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।