স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : পুলিশের চোখের আড়ালে আগরতলা শহরের দূর্গা পূজার দিনগুলিতে ঘটেছে ছোট বড় কিছু বিক্ষিপ্ত ঝামেলার ঘটনা। এর মধ্যে গত ১০ অক্টোবর সকাল বেলা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের গ্যালারিতে একদল যুবক এক যুবককে বেধড়ক মারধর করে গ্যালারি থেকে ফেলে দেয়। পরবর্তী সময়ে এর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আক্রান্ত যুবক আশারুল হকের পরিবার পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন।
শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেব প্রসাদ রায় জানান ১০ অক্টোবর রাত্রি বেলা থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে কিছু যুবকের মধ্যে ঝামেলা শুরু হয়। আশারুল হক নামে এক যুবককে স্বামী বিবেকানন্দ ময়দানের গেলারিতে মারধর করা হয়। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও-র সূত্র ধরে পুলিশ ঘটনার খোঁজ খবর নেওয়া শুরু করে পূর্ব আগরতলা থানার পুলিশ। প্রথমে আক্রান্ত আশারুল হককে খুঁজে বের করা হয়। তারপর সে থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল সানু চৌধুরী ও রনদীপ বিশ্বাস। রাজধানীর কৃষ্ণনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ বাকি অভিযুক্তদের নাম জানতে পেরেছে। পুলিশ বাকি অভিযুক্তদের জালে তোলার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।