স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : উত্তর ত্রিপুরা জেলার ঊপ্তাখালিতে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকলেও দুই তিন বছর যাবত কোন ডাক্তার বা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের পাওয়া যায় না। কয়েকজন স্বাস্থ্যকর্মী হিসাবে রয়েছেন, কিন্তু তাদেরও তিলথৈ স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রয়োজন মেটাতে পাঠিয়ে দিচ্ছে। অবশেষে পথ অবরোধ করতে বাধ্য হয়েছে তারা।
তিন ঘন্টা অবরোধ করার পর যখন স্বাস্থ্য বিভাগের কোন কর্মীকে দেখা যায়নি, অবশেষে ক্ষুব্ধ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে। তাদের দাবি স্বাস্থ্য কেন্দ্রটি সঠিকভাবে পরিচালনার করতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। যাতে মানুষ পরিষেবা পায়। এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। না হলে মানুষকে অর্থ ব্যয় করে চিকিৎসা পরিষেবার জন্য দূর-দূরান্তের যেতে হয়।