স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : উত্তরের কদমতলা কান্ডে যখন জেলা পুলিশ ব্যাস্ত। তখন শনিবার দুপুর আনুমানিক পৌনে বারোটা নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশ আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে AS 01 LC 5471 নম্বরের বারো চাকার লরি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন সময়ে লরির কেভিনের ভেতরে গোপন কক্ষ থেকে বিভিন্ন প্যাকেটে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।
সাথে আটক করা হয় লরি সমেত লরি চালক রুপম দেববর্মাকে। জানা গেছে ধৃত চালকের বাড়ি জিরানীয়ার মান্দাইয়ে। এ মর্মে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকন সাহা জানান, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা। গাঁজা গুলি আমবাসা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এনডিপিএস ধারায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। রবিবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।