Friday, December 6, 2024
বাড়িরাজ্যবিদায় বেলায় উমা, মনে বিষাদ নিয়ে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন

বিদায় বেলায় উমা, মনে বিষাদ নিয়ে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : মনটা এখনো নবমীতে পড়ে আছে। কিন্তু শুদ্ধ পঞ্জিকা অনুযায়ী দশমী শুরু হয়ে গেছে। চারদিন মর্ত্যে কাটিয়ে দুই পুত্র ও দুই কন্যাকে নিয়ে কৈলাসে ফিরে যাচ্ছেন আবারো দেবী দুর্গা। শনিবার দুপুর থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। আগরতলা শহরের বিভিন্ন বাড়ি ঘরের পুজোর দশমী আজকে সম্পূর্ণ করা হচ্ছে।

কারণ রবিবার একাদশী। তাই তাড়াহুড়ো করে মাকে মন না চাইলেও বিদায় দিতে হচ্ছে। অপেক্ষা করতে হবে আবারো একটি বছর। শনিবার দুপুরে আগরতলা দশমীঘাটে দেখা গেছে সারিবদ্ধভাবে প্রতিমা নিরঞ্জন। প্রতিমা নিরঞ্জন করার দায়িত্বে রয়েছেন ১০০ জন কর্মী। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ এবং টি এস আর। একই সাথে রয়েছে সাফাই কর্মী। বাদ্যযন্ত্র নিয়ে বা কোন ডিজে বাজিয়ে দশমী ঘাটে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এদিন দুপুরবেলা দশমী ঘাট পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে যাতে প্রতিমা নিরঞ্জন করা যায় তার জন্য প্রশাসনিকভাবে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উলুধ্বনি এবং সন্ধ্যা আরতির মাধ্যমে প্রতিমা নিরঞ্জন হবে। বাদ্যযন্ত্র নিয়ে দশমীঘাটে প্রবেশ করা যাবে না। প্রতিমা নিরঞ্জন যাতে সঠিকভাবে করা হয় তার জন্য ১০০ জন কর্মী নিযুক্ত রয়েছে। পাশাপাশি আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বিগত বছর ৩৭০ টি প্রতিমা আগরতলা দশমীঘাটে নিরঞ্জন করা হয়েছিল। এবছর প্রতিমা নিরঞ্জন আরো বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য