স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : অষ্টমী রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো এক বাড়িতে। ঘটনা শান্তির বাজার মহকুমার উত্তর পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার পুর পরিষদ এলাকায় উত্তর পাড়ার বাসিন্দা দীপঙ্কর চক্রবর্তী অষ্টমী পূজার রাতে উদয়পুরে পূজা দেখতে আসে। তখন খালি বাড়ির সুযোগ পেয়ে নিশি কুটুম্বের দল হানা দেয়। ঘরে প্রবেশ করে স্বর্নালঙ্কার ও নগদ অর্থ সহ বহু সামগ্রী চুরি করে নিয়ে যায় নিশিকুটম্বের দল।
পরে রাতের বেলায় বাড়ি ফিরে দীপঙ্কর চক্রবর্তী পরিবার দেখতে পায় চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে শান্তির বাজার থানায় খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে রাত্রিবেলায় পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু পরিদর্শন করে একটি মামলা হাতে নেয়। এই চুরি কান্ডের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চুরির মামলা হাতে পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।