স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : দেশ জুড়ে মানুষজন যখন দেবী বন্দনায় মাতোয়ারা, ঠিক সেই সময় ১২ বছর বয়সী এক নাবালিকা তার বোনের সাথে পূজা দেখে বাড়ি ফেরার সময় ধর্ষণের শিকার হয়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার দুর্গম এক জনজাতি অধ্যুষিত এলাকায়। যদিও পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে ধর্ষককে আটক করছে।
ঘটনার বিবরণে জানা যায়, এই নাবালিকা কন্যা সপ্তমীর রাতে তার বোনের সঙ্গে দুর্গাপূজা দেখতে বের হয়। পূজা দেখে বাড়ি ফেরার সময় চাকমাঘাটের তুইমধু এলাকায় সুজিত দেববর্মা নামের এক যুবক নাবালিকা সহ তার নিকট আত্মীয়ার পিছু নেয়। শেষ পর্যন্ত তুইমধু স্কুল সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকাকে জোর পূর্বক সুজিত দেববর্মা তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার রাতে এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ জমা করলে পুলিশ তৎপরতার সাথে ধর্ষক সুজিত দেববর্মাকে গ্রেপ্তার করে। মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন বলেন, ধর্ষক সুজিত দেববর্মাকে পুলিশ মামলার দুই-তিন ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পুলিশ আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। তেলিয়ামুড়া থানায় দায়েরকৃত মামলা নাম্বার ৭৩/তেলিয়ামুড়া থানা/২০২৪ এবং ৬৫(১) BNS ৬ of POSCO। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।