স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর :খুন আশি বছর বয়সী এক বৃদ্ধ। নিহত বৃদ্ধের নাম রবীন্দ্র শুক্ল বৈদ্য। ঘটনা খোয়াই থানার অন্তর্গত পূর্বগণকী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব গণকির ছয় নং ওয়ার্ডে শ্রীধর তাঁতির বাড়িতে মদের আসর বসে। মদের আসরে থাকা চার জনের মধ্যে কোন বিষয় কেন্দ্র করে বাকবিতন্ডা সৃষ্টি হয়। একটা সময়ের পর আসরে থাকা শ্রীধর তাঁতি, লাল মোহন তাঁতি, বেনু তাঁতি, রবীন্দ্র শুক্ল বৈদ্য উত্তেজিত হয়ে পড়ে।
তখন মদমত্ত অবস্থায় শ্রীধর তাঁতি কাঠের ফাইল দিয়ে রবীন্দ্র শুক্ল বৈদ্যকে রক্তাক্ত করে জখম করেছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই ছুটে আসে পুলিশ। খুন কাণ্ডে শ্রীধর তাঁতিকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে পুলিশ জানায় শুক্রবার রাতে একটা নাগাদ পুলিশের কাছে খবর আসে এক ব্যক্তি খুন হয়েছে। যথারীতি পুলিশ ঘটনাস্থলে এসে দেখে মৃতদেহ মাটিতে পড়ে আছে। প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনায় জড়িত শ্রীধর তাঁতি নামে একজনকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে। এদিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম। ফরেন্সিক টিমের তদন্তের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।