স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : প্রত্যেক বছরে ন্যায় এই বছরও রীতি মেন রাজধানীর ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী মায়ের পূজা। মহা অষ্টমী পূজা উপলক্ষ্যে শুক্রবার সকালে রীতি নীতি মেনে হয় কুমারী মায়ের পূজা।
কুমারী মায়ের পূজা শেষে অঞ্জলি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সস্ত্রীক সাংসদ রাজীব ভট্টাচার্য, উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি এসসি দাস সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে শুভেচ্ছা জানান। সকলে যেন শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে তার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন। অপরদিকে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের এক পুরহিত কুমারী মায়ের পুজার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।