স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : প্রায় ১০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন জনকে গ্রেপ্তার কর যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানার ওসি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সোনামুড়া থেকে একটি গাড়িতে করে নেশা সামগ্রী দক্ষিন ত্রিপুরার দিকে নিয়ে যাওয়া হবে। সেই সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ বিভিন্ন স্থানে ওত পেতে বসে।
পরবর্তী সময় গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশ। জাত্রাপুর থানার সন্নিকটে পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িটিতে তল্লাসি চালানোর সময় গাড়ির সামনে সিটের নিচ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগের অভ্যন্তরে একটি বাক্স ছিল। সেই বাক্স থেকে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট। প্রায় ৯ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি আটক করা হয় গাড়িতে থাকা তিন জনকে। ধৃতরা হল মানিক মিয়া, মাধাই শীল ও প্রশান্ত রায়। তাদের বাড়ি রাঙ্গামুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।