Saturday, December 21, 2024
বাড়িরাজ্য১০০ রাউন্ড তাজা বুলেট সহ দুই জন গ্রেপ্তার

১০০ রাউন্ড তাজা বুলেট সহ দুই জন গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ অক্টোবর : ধর্মনগর রেল স্টেশন থেকে ১০০ রাউন্ড তাজা বুলেট সহ দুই জনকে গ্রেপ্তার করল ধর্মনগর জিআরপি থানার পুলিশ। ধর্মনগর জিআরপি থানার ওসি জানান মঙ্গলবার রাত্রি ২ টা ৪০ মিনিটে দেওঘর এক্সপ্রেস ধর্মনগর রেল স্টেশনে পৌছায়। অন্যান্য দিনের ন্যায় দেওঘর এক্সপ্রেস ধর্মনগর রেল স্টেশনে পৌঁছানোর পর ধর্মনগর জিআরপি থানার পুলিশ তল্লাসি চালায়। তল্লাসি চালানোর সময় ধর্মনগর জিআরপি থানার পুলিশ সন্দেহ জনক দুই জনকে আটক করে জিআরপি থানায় নিয়ে যায়।

ধৃতরা হল দীপঙ্কর সেন ও প্রসেনজিৎ দাস। উভয়ের বাড়ি সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত উত্তর কেনানিয়া এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাসি চালানোর পর দীপঙ্কর সেনের কাছ থেকে ১০০ রাউন্ড তাজা বুলেট উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ধৃতরা আসামের ডিমাপুর থেকে এই বুলেট গুলি নিয়ে এসেছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা তাদের সাথে বড় গ্যাং জড়িত রয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে তেমন কিছু বলতে চায়নি। অভিযুক্ত দুজনের সাথে আরও কারা জড়িত হয়েছে সে বিষয়টা হতে দেখছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য