স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : মধুপুর থানার পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে দুই বাংলাদেশী ও দুই ভারতীয় দালালকে আটক করে। সিমান্ত অতিক্রম করে অবৈধ ভাবে রাজ্যে অনুপ্রবেশ করার সময় তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ ও কৈয়াডেপা ক্যাম্পের বিএসএফ আটক করে। বৃহস্পতিবার সকালে কৈয়াডেপা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরবর্তী সময় তাদেরকে মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃত দুই বাংলাদেশী নাগরিকের নাম মোঃ রাসেল ও মোহম্মদ জয়নাত। অপরদিকে আটক দুই ভারতীয় দালালের নাম হালাল মিয়া ও জিনাল হোসেন। তাদের বাড়ি চড়িলাম এলাকায়। মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে দুই বাংলাদেশী ও দুই ভারতীয় দালালকে আটক করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে মধুপুর থানার পুলিশ।