Monday, March 17, 2025
বাড়িরাজ্যরাজ্যের শান্তি সম্প্রীতি নিয়ে ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে মুখ্যমন্ত্রীর সতর্কের পর...

রাজ্যের শান্তি সম্প্রীতি নিয়ে ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে মুখ্যমন্ত্রীর সতর্কের পর পাল্টা সতর্ক করলেন মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ অক্টোবর : মন্ত্রী গত কয়েকদিন ধরে রাজ্যবাসীকে সতর্ক করে বলছেন রাজ্যে অশান্তি সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু এবার পাল্টা সতর্ক করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। বুধবার ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে ছাত্র যুব ভবনে আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিয়ে বলেন, ত্রিপুরা রাজ্যের লক্ষ্য করা যাচ্ছে রক্ত খরচ হচ্ছে, কিন্তু এটা মানুষের স্বার্থে নয়।

মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে। গত দুই থেকে তিন মাসে লক্ষ্য করা গেছে গন্ডাছড়া, রানিরবাজার এবং কদমতলায় এ ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো গন্ডাছড়া ছাড়া রানীরবাজার ও কদমতলায় যে ঘটনাগুলি ঘটেছে, তাতে দেখা গেছে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা। কিন্তু আদিকাল থেকে দুই সম্প্রদায়ের মানুষ সেসব জায়গায় মিলেমিশে বসবাস করে আসছে। দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠান করেছে। কিন্তু বর্তমানে যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগ জনক। প্রশাসনের পক্ষ থেকে সঠিক সময় যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই ঘটনাগুলি বিস্তার লাভ করত না। আরো লক্ষ করা গেছে প্রশাসনের সামনেই দুই শতাধিক দোকানপাট, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে।

 সুতরাং এই ঘটনাগুলি কোনভাবেই কাম্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যের বলে অভিমত ব্যক্ত করেন তিনি। রাজ্যবাসীর উদ্দেশ্যে আরও বলেন ঐক্য ও সংহতি নষ্ট করার জন্য একটা চক্রান্ত চলছে। তাই চোখ, কান খোলা রাখতে হবে সকলকে। এ পরিস্থিতি মোকাবিলা করে ঐক্য সংহতি সুদীঢ় করতে হবে বলে জানান তিনি। রক্তদান প্রসঙ্গে তিনি বলেন, রক্তের বিকল্প নেই। রক্তের জোগান না থাকায় ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের সংকট রয়েছে। সরকারের পক্ষ থেকে রক্তের জোগান দিতে বিশেষ উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। সরকারকে সারা বছর রক্তদানের উপর বিশেষ উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন বলে জানান তিনি। আরো বলেন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আগে যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হতো এখন সেভাবে করা হয় না। তাদেরও সারা বছর ধারাবাহিকভাবে রক্তদান করার প্রয়োজন।

 রক্তদান মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে বলেও জানিয়েছেন তিনি। আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, আজ মহাষষ্ঠী। এই শুভদিনে এমন একটা কর্মসূচি সত্যিই তাৎপর্যপূর্ণ। কিন্তু বর্তমানে রাজ্যে প্রতিদিন সংঘটিত হিংসা ও ব্যক্তি হিংসা লক্ষ্য করা যাচ্ছে। সে জায়গায় ভারতের ছাত্র ফেডারেশন যে উদ্যোগ গ্রহণ করেছে তা সামগ্রিকভাবে সামাজিক পরিবেশকে বিষিয়ে দেওয়ার বিরুদ্ধে একটা প্রতিবাদ ও লড়াই। আয়োজিত রক্তদান শিবিরে এই দিন ২৪ জনের অধিক রক্তদান করেন। উপস্থিত পলিটব্যুরোর সদস্য মানিক সরকার ও বিরোধী দলনেতা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য