স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ অক্টোবর : দীর্ঘ এক বছরের প্রতিক্ষার অবসান। বুধবার মহা ষষ্ঠী। ধর্মীয় রীতি মেনে এইদিন সকালে বিভিন্ন পূজা মণ্ডপ গুলিতে হয় ষষ্ঠী পূজা। পুরহিতের মন্ত্র পাঠের মধ্যদিয়ে সাঙ্গ হয় ষষ্ঠী পূজা। ষষ্ঠী পুজায় ভক্তপ্রান মানুষের ভিড় ছিল লক্ষ্যনীয়।
রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ গুলিতে ধর্মীয় রীতি মেনে হয় ষষ্ঠী পূজা। এক পুরহিত জানান মঙ্গলবার রাত্রি ৭ টা ১০ মিনিট থেকে সস্থির তিথি শুরু হয়। ষষ্ঠী পুজার সময়সীমা শেষ হয় বুধবার সকাল ৭ টা ৩২ মিনিটে। ষষ্ঠী পূজা শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে সপ্তমী পুজার তিথি। বৃহস্পতিবার সকাল ৭ টা ২৬ মিনিট থেকে শুরু হয়ে যাবে অষ্টমী পুজার তিথি। শুক্রবার সকাল ৭ টা ১৩ মিনিট থেকে শুরু হয়ে যাবে নবমী পুজার তিথি।