স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : আট কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক দুইজন।জানা যায় মঙ্গলবার দুপুরে একটি বারো চাকার পন্য বিহীন লরি করিমগঞ্জ থেকে ত্রিপুরায় প্রবেশের মুখে গাড়িটিতে পুলিশ তল্লাশি চালায়। এতে লরির বিভিন্ন গোপন স্থান থেকে নেশা জাতিয় ট্যাবলেট বাজেয়াপ্ত হয়।এতে আটক করা হয় লরির চালক ও সহচালককে।তাদের নাম যথাক্রমে টিঙ্কু মালাকার ও সুজিত দেব। বাড়ি ত্রিপুরার কুমারঘাট থানাধীন বেতছড়ায়।
বাজেয়াপ্ত নেশা সামগ্রীর কালোবাজারী মুল্য প্রায় আট কোটি টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে টানা জেরা শুরু করেছে পুলিশ। তাদেরকে বুধবার জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে বাজেয়াপ্ত ড্রাগসগুলো মিজোরাম থেকে সংগ্রহ করে ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের মতলবে ছিল একটি বড়সড় মাদক পাচারকারি চক্র।কারন বাংলাদেশে গন্ধবিহীন নেশা সামগ্রীর চাহিদা তুঙ্গে। এই সিন্ডিকেটের নেপথ্যে জড়িত থাকা মুল চক্রটির সন্ধান বের করতে পুলিশি তদন্ত চলবে বলেও জানিয়েছে গেট ইনচার্জ প্রণব মিলি।