Tuesday, November 5, 2024
বাড়িরাজ্যরাজ্যে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করছে বিরোধীরা : মুখ্যমন্ত্রী

রাজ্যে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করছে বিরোধীরা : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : মঙ্গলবার কমলা সাগর মন্ডলের উদ্যোগে কসবা মন্দির প্রাঙ্গণে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন প্রথমে কসবেশ্বরী কালী মন্দির সংলগ্ন শিব মন্দিরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পরে মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

 মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন এবার পুজো উপলক্ষে ত্রিপুরার সর্বত্র মানুষের মধ্যে আনন্দের পরিবেশ রয়েছে। কিন্ত মাঝে মাঝে অনেকে চেষ্টা করেন আনন্দ যাতে ব্যাঘাত ঘটে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, বলেন মূল লক্ষ্য হলো সেবা। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সরকারি সুযোগ-সুবিধা প্রচার সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে। কিন্তু রাজ্যবাসী গত ৩৫ বছরে হিংসা, খুন, সন্ত্রাসের রাজনীতি দেখেছে। এবং এগুলি করে পার পেয়ে যেত। কিন্তু বর্তমান সরকারের আমলে কোন রাজনৈতিক দল দেখা হয় না।

যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের আইনের শাসনে নিয়ে আসা হয়। ফলে ত্রিপুরা এখন আইন-শৃঙ্খলা দিকে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। বিরোধীরা এখন এ সরকারের বিরুদ্ধে কোন কিছু না পেয়ে আইনশৃঙ্খলা কিভাবে অবনতি ঘটানো যায় তা নিয়ে সবদিকে চক্রান্ত শুরু করেছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। শান্তি সম্প্রীতি ঠিক রেখে সরকার কাজ করছে। আর মানুষের এই বিষয়ে আস্থা আছে বলেই দ্বিতীয়বার রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ক্ষমতায় এসে পড়ছে বলে মানুষকে বিভ্রান্ত করেছিল বিরোধীরা। কিন্তু যখন ফলাফল বের হয়েছে তখন অশ্বডিম্ব। এভাবেই বিরোধীদের কাঠ গড়ায় তুললেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য