স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়জয়কার বিজেপির। হরিয়ানায় তৃতীয় বারের মতো সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। হরিয়ানায় বিজেপির বিপুল জয়ের সুবাদে হরিয়ানার প্রভারী তথা পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত বাসভবনে আনন্দে মেতে উঠলো বিজেপি দলের কার্যকরতারা। সাংসদ বিপ্লব কুমার দেবের বাস ভবনের সামনে বিজেপি দলের কর্মী সমর্থকরা একে অপরকে গেরুয়া লাড্ডু খাইয়ে দিয়ে আনন্দে মেতে উঠেন। পোড়ানো হয় বাজি। সাংসদ বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া হয় শ্লোগান।
বিজেপি নেতা সুকান্ত ঘোষ জানান হরিয়ানার প্রতিটি মানুষের হুদয়ে ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তার থেকে নির্বাচনের আগেই আভাস পাওয়া গিয়েছিল হরিয়ানায় বিজেপির জয় নিশ্চিত। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় হরিয়ানায় বিজেপি তৃতীয় বারের মতো সরকার গড়তে চলেছে।