Saturday, December 21, 2024
বাড়িরাজ্যহোটেল সোনার তরীতে এ বছর "দশভোজের আমন্ত্রণ" -এর আয়োজন করা হয়েছে

হোটেল সোনার তরীতে এ বছর “দশভোজের আমন্ত্রণ” -এর আয়োজন করা হয়েছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : বিগত বছরগুলির ন্যায় এবছরেও রকমারি সুস্বাদু খাবার নিয়ে “দশভোজের আমন্ত্রণ” -এর আয়োজন করা হয়েছে হোটেল সোনারতরীর নতুন একান্তে রেস্তোঁরায়। এর মধ্যে থাকবে চিংড়ি ভর্তা, নোনা ইলিশের বড়া, কাঁচা লঙ্কা ইলিশের তেল ঝাল, মাটির হাড়ির মাংস, মটন চাপ ইত্যাদি রকমারি খাবার। দুর্গা পূজার দিনগুলিতে রাজ্যবাসীর তৃপ্তির কথা মাথায় রেখে দিশের নূন্যতম মূল্য ৩০০ টাকা ধার্য্য করা হয়েছে।

আগরতলা শহরে বসে নানা রকমের নতুন নতুন খাবার সকলের মন মাতাবে। এবং চিরস্মরণীয় করে রাখবে। এই উৎসবের আনন্দ মুখর করে তুলতে পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে সোনারতরী রেস্তোঁরায় এসে এই মুহুর্তটিকে আরও বেশি মাত্রায় আনন্দ মুখর করে তুলতে হোটেল সোনার তরী কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।  মঙ্গলবার হোটেল সোনার তরীতে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সেফ প্রিয়মিত দত্ত। তিনি আরো জানিয়েছেন পুজোর দিনগুলিতে মানুষকে আরো বেশি আনন্দ দিতে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখারও চেষ্টা করা হচ্ছে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য