স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : হারিয়ে যাওয়া ৩২ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল রেল পুলিশ। বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জিআরপি থানা এলাকা থেকে বহু মোবাইল চুরি হয়ে যায়। এই নিয়ে মোবাইলের মালিকরা জিআরপি থানায় মামলা দায়ের করেন। এই ধরনের হারিয়ে যাওয়া কিংবা চুরি যাওয়া ৩২ টি মোবাইল উদ্ধার করে জিআরপি।
মঙ্গলবার উদ্ধার হওয়া মোবাইল গুলি তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে। উপস্থিত ছিলেন জিআরপি-র অতিরিক্ত পুলিশ সুপার সৌমেন সরকার। তিনি জানান উদ্ধার হওয়া মোবাইল গুলি বিগত এক মাসের মধ্যে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল গুলির বাজার মূল্য ৪ লক্ষ ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া মোবাইল গুলি এইদিন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যের পাশাপাশি বহিঃরাজ্য থেকে মোবাইল গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।