স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরের এন.এস.এস ইউনিটির উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কাউন্সিলর প্রদীপ চন্দ, লতা নাথ সহ অন্যান্যরা।
আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদান মহৎ দান। কারণ রক্তের বিকল্প নেই। যারা আজকে রক্তদানে এগিয়ে এসেছে তাদের প্রশংসা করে শুভেচ্ছা জানান তিনি। আরো বলেন এন এস এস শিবিরের মাধ্যমে এ ধরনের কর্মসূচি অত্যন্ত শুভ উদ্যোগ। কারণ ছেলেমেয়েদের মধ্যে এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে রক্তদানের মানসিকতা গড়ে ওঠে। পরে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মেয়র। এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।