স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : সারা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় বিজেপির প্রতিষ্ঠা দিবস। প্রদেশ বিজেপি কার্যালয়ে দিনটি পালন করা হয়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি-র সহসভাপতি রাজীব ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া, সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, দলের সাধারন সম্পাদক কিশোর বর্মণ, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, আগরতলা পুর নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার সহ বহু বিজেপি কর্মী সমর্থক। দলীয় পতাকা উত্তোলন শেষে প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারত মাতা সহ শহীদদের পতিকৃতিতে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। পড়ে প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজেপি দলের প্রতিষ্ঠা হয়েছিল।
তার পূর্বে ১৯৫১ সালে ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে জন সংঘের প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে দেশের ক্ষমতায় রয়েছে বিজেপি। পাশাপাশি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। একাত্ম মানব বাদের উপর ভিত্তি করে বর্তমানে দেশে সরকার পরিচালিত হচ্ছে। ক্রমশ মানুষের মধ্যে বিজেপির গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এইদিন প্রদেশ বিজেপির উদ্যোগে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে এই প্রভাত ফেরি শুরু হয়। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রম করে পুনঃরায় প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে এসে এই প্রভাত ফেরি শেষ হয়।