Monday, February 10, 2025
বাড়িরাজ্যসত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ঘুরে দেখেন প্রতিনিধি দল

সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ঘুরে দেখেন প্রতিনিধি দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : মিশন গতিতে ফিল্ম ইন্ডাস্ট্রি স্থাপনের লক্ষণ নিল সরকার। আগরতলায় গড়ে উঠেছে এই ফিল্ম ইন্সটিটিউট। এর জন্য বুধবার কলকাতা থেকে আগত সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ডাইরেক্টর ইনচার্য সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সাথে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে পরিকাঠামো সংক্রান্ত নানা বিষয় খতিয়ে দেখার জন্য যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক মাস ধরে আলোচনা চলছিল রাজ্যেও সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট সেন্টার খোলার বিষয়ে।

ইতিমধ্যেই কলকাতা স্থিত সত্যজিৎ রায়  চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ঘুরে দেখেন। সেখানে  ইনস্টিটিউট-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়। সেখান সিদ্ধান্ত নেওয়া হয় এক প্রতিনিধি দল রাজ্যে এসে পরিকাঠামো কি রয়েছে তা খতিয়ে দেখবেন বলে। এদিন তিন জনের প্রতিনিধি দল রাজ্যে আসেন। প্রতিনিধিদলটি পরিকাঠামোগত দিক গুলি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যরা। মন্ত্রী জানান সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিক। সরকারী চাকুরীর উপর নির্ভরশীল না হয়ে বেকারদের আত্ম নির্ভর হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তাকে সফল রুপ দেওয়ার জণ্য এই সুযোগ তৈরি করছে সরকার। রাজ্যে ছোট করে  হলেও যাতে চলচিত্র শিল্প গড়ে ওঠে তার জন্য আন্তরিক সরকার। বাংলাদেশ, আসাম, মণিপুর ও পশ্চিমবঙ্গে  চলচিত্র শিল্প গড়ে উঠেছে। এই রাজ্যেও গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন সঙ্গে ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য