স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মিলনায়তনে দুই হাজার কুড়ি সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন স্তরে ছাত্রীদের তিনটি মেধা পুরস্কার প্রদান করা হবে আগামী ৮ এপ্রিল। ইন্দিরা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার, অরবিন্দ অসীমা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার, হরেন্দ্র গৌরী স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে।
ইন্দিরা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুজন করে ছাত্রীকে দেওয়া হয়ে থাকে। ২০১২ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এই পুরস্কারের মূল্য এককালীন দশ হাজার টাকা। অরবিন্দ অসীমা ভট্টাচার্য স্মৃতি মেধা পুরস্কার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজন করে সাধারন ও বিভিন্ন ক্যাটেগরি ভুক্ত পাঁচজন ছাত্রীদের দেওয়া হবে। দুই হাজার কুড়ি সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। হরিন্দ্র গৌরী স্মৃতি মেধা পুরস্কার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়। এই পুরস্কার ও দুই হাজার কুড়ি সাল থেকে প্রদান করা হচ্ছে। এই পুরষ্কার প্রদানের বিষয়ে জানান পর্ষদ সভাপতি ভবতোষ সাহা । তিনি আরও জানান মাধ্যমিক পরীক্ষার সূচী অপরিবর্তিত থাকবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জয়েন্ট এনট্রান্সের সূচী পরিবর্তিত হওয়ায় এই পরীক্ষা শুরু হবে ২ মে থেকে।