স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : আমবাসা থানাধীন উপনগর নাকা পয়েন্টে এক লক্ষ দুই হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক ৪ জন। সাথে TR 01 BC 0202 নম্বরের একটি স্কোরপিও গাড়ি আটক করেছে পুলিশ। এ বিষয়ে মহাকুমা পুলিশ আধিকারিক জানান গোপন সূত্রের খবরে পুলিশ উপনগর এলাকায় উৎপেতে বসেছিল।
সে অনুযায়ী গাড়িটি আসতেই তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় এক লক্ষ দুই হাজার ইয়াবা ট্যাবলেট। পুলিশ মোট চারজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়। আটক হওয়া ইয়াবার ট্যাবলেটের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা হবে বলে জানান তিনি।