Monday, March 17, 2025
বাড়িরাজ্যবাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে আগরতলা রাজপথে বামেদের মিছিল

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে আগরতলা রাজপথে বামেদের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে শনিবার ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহবানে এক বিক্ষোভ মিছিলের পর পথসভা অনুষ্ঠিত হয় রাজধানীর ওরিয়েন্ট চৌমহনী এলাকায়। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, কোন একটি দেশে বা রাজ্যে গণতন্ত্র আছে কিনা সেটা বোঝার মাপকাঠি হল সেই দেশের সংখ্যালঘু মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে সমান অধিকার ভোগ করা এবং স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারে কিনা।

পাশাপাশি নির্বিঘ্নে জীবনযাত্রা করতে পারে কিনা। আর এইগুলি পালন করা না হলে সে দেশে বা রাজ্যে সঠিকভাবে গণতন্ত্র কার্যকর হয় না। সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় বামফ্রন্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বামফ্রন্টের পক্ষ থেকে দাবি জানানো হয় অবিলম্বে যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হয়। তারা যাতে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতো জীবন যাত্রা করতে পারে। এমনটাই জানিয়েছেন পলিটব্যুরোর সদস্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য