স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : বিশালগড় থানা থেকে পালিয়ে গেল এক অভিযুক্ত। পলাতক অভিযুক্তর নাম প্রসেনজিৎ রায়, তার বাড়ি মধ্য লক্ষ্মীবিল এলাকায়। যদিও স্থানীয় লোকজন পরবর্তী সময় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিশালগড় থানার ওসি জানান ধৃত প্রসেনজিৎ রায়ের বিরুদ্ধে যান দুর্ঘটনা সংক্রান্ত জামিন অযোগ্য ধারায় একটি মামলা রয়েছে।
সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানায় তার নাম, ঠিকানা লেখার পর তাকে লকআপে ঢুকানোর সময় সে থানার মূল ফটক দিয়ে পালিয়ে বিশালগড় বাজারের দিকে চলে যায়। তখন বাজারের লোকজনদের সহযোগিতায় পুনঃরায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রবিবার ধৃত প্রসেনজিৎ রায়কে আদালতে সোপর্দ করবে।