স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : শনিবার দুপুরে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে আসাম-আগরতলা জাতীয় সড়কের খামতিং বাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় NL-01AH-3411 নাম্বারের একটি ১৮ চাকার লরি আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে TR-01AY-1779 নাম্বারের মালবাহী একটি ছোট ট্রাক গাড়ি তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলার দিকে আসছিল। আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়ার খামতিং বাড়ি এলাকায় গাড়ি দুইটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর ভাবে আহত হয় মালবাহী ছোট ট্রাক গাড়িতে থাকা চালক সহ আরও একজন। গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচরে যায়।
ফলে গাড়ির চালক সহ গাড়িতে থাকা অপর ব্যক্তি গাড়িতে আটকে পরে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত অবস্থায় গাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহত জন্টু চৌধুরী জানায় তারা ব্যবসায়ীক কাজে খোয়াই গিয়েছিল। খোয়াই থেকে কাজ শেষে মালিকের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। বড়মুড়া খামতিং বাড়ি এলাকায় ১৮ চাকার লরিটি দ্রুত গতিতে এসে তাদের গাড়ির সামনে সজোরে ধাক্কা মারে। এতে তারা গুরুতর ভাবে আহত হয়। তারা গারিতেই আটকে পরে। দমকল বাহিনীর কর্মী ও পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে একজনকে মৃত বলে ঘোষণা করে দেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান দমকল বাহিনীর কর্মীরা দুই জনকে হাসপাতালে নিয়ে এসেছে। তার মধ্যে এক জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে আসার আগে। মৃত ব্যক্তির নাম খোকন দেবনাথ। তার বাড়ি জিরানিয়া মহকুমার পশ্চিম নোয়াগাও এলাকায়। আহত ব্যক্তির নাম জন্টু চৌধুরী। আহত জন্টু চৌধুরীর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এইদিকে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুইটিকে নিজেদের হেপাজতে নেয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।