Saturday, January 18, 2025
বাড়িরাজ্যচোর সন্দেহে যুবক আটক

চোর সন্দেহে যুবক আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : রাবার বাগান থেকে রাবারের স্কেপ চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। ঘটনার বিবরনে জানা যায় কমলাসাগর বিধানসভা কেন্দ্রের হরিহরদোলা রাবার বাগান থেকে দীর্ঘদিন ধরে রাবারের স্কেপ চুরি করে নিয়ে যাচ্ছিল চোরেরা।

 তাই হরিহরদোলা এলাকার রাবার চাষিরা রাবার বাগানে দীর্ঘদিন ধরে প্রহরা দিয়ে আসছে। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে হরিহরদোলা এলাকার একটি রাবার বাগানে দেবীপুর কেনানিয়া এলাকার বাসিন্দা শ্যামল নন্দীকে দেখতে পায় এলাকার লোকজন।

 এলাকার লোকজন লক্ষ্য করে শ্যামল নন্দী রাবার বাগান থেকে রাবারের স্কেপ চুরি করছিল। তখন এলাকাবাসীর সকলের মিলে তাকে আটক করে হাতেনাতে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে মধপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত শ্যামল নন্দী জানায় তার সন্তান অসুস্থ। তাই বাধ্য হয়ে রাবার বাগান থেকে রাবারের স্কেপ চুরি করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য