স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : বৃহস্পতিবার আমতলি স্থিত জুট মিল মাঠে একতা মল নির্মাণের জন্য ভূমি পূজা করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একতা মল নির্মাণের জন্য ভূমি পূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন লাইট হাউস যেমন প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, তেমনি একতা মলও প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। লাইট হাউস নির্মাণের কাজ প্রায় শেষ। কোন কাজ শুরু করলে হবে না।
সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকতে হবে। যারা একতা মল নির্মাণের দায়িত্ব পেয়েছে তারা জানিয়েছে ২৭ মাসের মধ্যে তারা একতা মল নির্মাণ করবে। মুখ্যমন্ত্রী এইদিন ২৭ মাসের আগে নির্মাণ কাজ শেষ করার আহ্বান জানান। নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এলাকার বিধায়িকাকে নির্মাণ কাজের দিকে নজর রাখার জন্য বলেন মুখ্যমন্ত্রী। একতা মল নির্মাণ হলে এলাকার পাশাপাশি সমাজের উন্নয়ন হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাই তিনি যত দ্রুত সম্ভব একতা মল নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেন। একতা মলে ৪৫ টি স্টল থাকবে। তার মধ্যে ৩৬ টি বাণিজ্যিক স্টল।
৮ জেলার জন্য ৮ টি স্টল থাকবে। আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার একতা মলে বাংলাদেশের জন্য একতা স্টলের দাবি করেছিলেন। কিন্তু বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতিতে আগামিদিনে কি হবে বলা যায় না। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানি সরকার, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা।