স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায় প্রায় দেড় মাস ধরে বেহাল রাস্তা। নেই কোন সংস্কারের উদ্যোগ। ক্ষুব্ধ গ্রামের মানুষ। চড়িলাম গবাদি পশুর বাজার হয়ে রাঙ্গা পানিয়া নদীর ব্রিজ হয়ে কৃষ্ণ দেবনাথের বাড়ির নিকট থেকে বালুয়াছড়ি শিব মন্দির পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার অবস্থা একেবারেই বেহাল।
রাস্তাটি দিয়ে চলাচল করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গ্রামের প্রায় এক হাজার মানুষকে। গ্রামবাসীর দাবি, বালুয়াছড়ি এলাকার রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করার। নাহলে যে কোন সময় গ্রামের মানুষ বাধ্য হবে একত্রিত হয়ে চড়িলাম ব্লক এবং চড়িলাম আর ডি সাব ডিভিশন অফিস ঘেরাও করতে। তাদের আরো অভিযোগ সাম্প্রতিক বন্যায় চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের থালা ভাঙ্গা এবং বালুয়া ছড়ি এলাকায় রাস্তা এবং কৃষি সবজির যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে আজ পর্যন্ত এলাকার জনপ্রতিনিধি এসে খোঁজ নেয় নি। তবে স্পষ্ট হয়েছে মানুষের মনে যেভাবে ক্ষোভের সঞ্চার হচ্ছে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে ভোট ব্যাংকে। মানুষ আশাও করতে পারেনি বন্যায় এত ক্ষতি হওয়ার পর বিধায়ক খোঁজ খবর পর্যন্ত নেবে না। গ্রামের মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায়।