স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : হিংসা, নিন্দা পছন্দ করেন না বিধায়িকা মিনারানী সরকার। বুধবার রাজধানীর সিদ্ধি আশ্রম উদীয়মান সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বললেন তিনি। এই রক্তদান শিবিরে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন যুব মোর্চা সভাপতি তথা বিশালগড় বিধানসভার কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব।
যুব মোর্চার সভাপতি নাম নিয়ে বিধায়িকা আরো বলেন, তিনি সামাজিক মাধ্যমে যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবকে অনেক পরিশ্রম করতে দেখেন। তাই সুশান্ত দেবকে অনুসরণ করে তিনি কাজ করার চেষ্টা করবেন আগামী দিন। তিনি বলেন রক্তের বিকল্প নেই। রক্তদানের সকলকে এগিয়ে আসা প্রয়োজন। রক্ত ছাড়া একজন মুমূর্ষ রোগীকে বাঁচানো সম্ভব নয়। এই কথা বললেন তিনি। পরে রক্তদান শিবির পরিদর্শন করেন তিনি। আরো বলেন, দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন বাকি। সকলে যাতে এই সার্বজনীন পূজায় এগিয়ে আসে তার জন্য আহ্বান জানানো হচ্ছে। রক্তদাতাদের উৎসাহিত করেন। রক্তদান শিবিরে এদিন রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।