Sunday, October 6, 2024
বাড়িরাজ্যপুলিশ কর্মীর উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার যুবক

পুলিশ কর্মীর উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : মহালয়ার সাত সকালে কর্তব্যরত অবস্থায় থাকা এক পুলিশের অফিসারের উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার যুবক। ঘটনার বিবরণে জানা যায়, ১০৮ বি জাতীয় সড়কে যান দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে মহালয়া উপলক্ষ্যে রাত প্রায় ৩ টা থেকে লেফুঙ্গা থানার পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা লেফুঙ্গা থানাধীন ১০৮ বি জাতীয় সড়কের ফটিকছড়ায় নাকা চেকিংয়ে বসে।এই সময় মোহনপুর দিক থেকে আসা

এক বাইক চালক লেফুঙ্গা থানার পুলিশ কর্মী অভিরুপ দাসকে আক্রমণের চেষ্টা করে এবং কর্তব্যরত এই পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে পুলিশ উদয় ভৌমিক নামে এই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বলেন, রাত প্রায় ৩ টা থেকে পুলিশ চেকিংয়ে বসে। মোটর ভেহিকেল আইন লঙ্ঘনের কারণে প্রচুর পরিমাণ বাইক আটক করে। তাদের বিরোদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। বলা বাহুল্য ১০৮ বি জাতীয় সড়কের বর্ধিত যান দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য