স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : লায়ন্স ক্লাব অফ আগরতলা উদ্যোগে শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। বুধবার মহালয়ার সকালে ১৫০০ দুঃস্থ মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ লায়ন্স ক্লাবের সদস্যরা।
আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান লায়ন্স ক্লাব অফ আগরতলা প্রতি বছরের ন্যায় এই বছরও প্রায় দেড় হাজার দুঃস্থ মহিলার হাতে বস্ত্র তুলে দিয়েছে। পাশাপাশি দুঃস্থ মেধাবী পড়ুয়াদের আর্থিক ভাবে সাহায্য প্রদান করেছে। লায়ন্স ক্লাব অফ আগরতলা সমাজের জন্য ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।