স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ অক্টোবর : ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পতাকা উত্তোলনের পর মহাত্মা গান্ধীর প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। তারপর একটি মিছিল সংগঠিত করে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে গান্ধীঘাট এলাকায় যায় কংগ্রেস কর্মী সমর্থকরা। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন অহিংসা দিবস হিসেবে পালন করা হচ্ছে। মহাত্মা গান্ধী দেশ স্বাধীনতার অন্যতম ব্যক্তি ছিলেন। তারপর এই দেশ স্বাধীন হওয়ার পর মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে হিংসা এবং বিদ্বেষের মাধ্যমে দেশের বিভাজন করতে চাইছে সরকার। পাশাপাশি দেশের অখন্ডতা, সংহতি বিনষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই মহাত্মা গান্ধীর আদর্শ অনুযায়ী কংগ্রেস আগামী দিন দেশের অখন্ডতা রক্ষা করতে লড়াই করবে। বিশেষ করে মহাত্মা গান্ধীর আদর্শ পাথেয় করে এগিয়ে যাবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।