Sunday, October 6, 2024
বাড়িরাজ্যআন্দোলনের কাছে হার মানল উচ্চ শিক্ষা দপ্তর

আন্দোলনের কাছে হার মানল উচ্চ শিক্ষা দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কাছে হার মানল উচ্চ শিক্ষা দপ্তর। মঙ্গলবার শিক্ষা ভবনে সাংবাদিক সম্মেলন করে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান ত্রিপুরা বিশ্ব বিদ্যালয় ও এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধিন বিভিন্ন মহাবিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় বহু ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

 পরীক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্র-ছাত্রীরা পরবর্তী সময় আন্দোলনে সামিল হয়। তারপর উচ্চ শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট দুই বিশ্ব বিদ্যালয়ের আধিকারিকদের সাথে আলোচনা করে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সেই সকল ছাত্র-ছাত্রীদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন করে। এবং অকৃতকার্য হওয়া প্রায় ৮ হাজার ছাত্র-ছাত্রীকে পরবর্তী সেমিস্টারের পরীক্ষায় বসার অনুমতি প্রদান করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়।

 এতে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। উচ্চশিক্ষা দপ্তর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার মধ্য দিয়েই এই বিষয়টি চূড়ান্ত করেছে। তবে যে সমস্ত অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে তাদেরকে পরবর্তী  সেমিস্টারে গিয়ে উত্তীর্ণ হতে না পারা বিষয়গুলোর উপর পুনরায় পরীক্ষায় বসতে হবে। উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা আরো জানিয়েছেন জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পর বিশ্ববিদ্যালয় স্তরে পঠন পাঠনের একটা পরিবর্তন হয়েছে। যা মানিয়ে নিতে সমস্যা হয়েছে ছাত্র-ছাত্রীদের। প্রকৃত অর্থে জাতীয় শিক্ষা নীতি চালুর লাভ গ্রহণ করতে হবে ছাত্রছাত্রীদের। এই কারণেই অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে ছাত্র-ছাত্রীদের জাতীয় শিক্ষানীতি মানিয়ে নিতে কোন ধরনের সমস্যায় পড়তে না হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য