Sunday, October 6, 2024
বাড়িরাজ্যদ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান শুরুর পূর্বে বৈঠক প্রদেশ বিজেপি -র

দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান শুরুর পূর্বে বৈঠক প্রদেশ বিজেপি -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : প্রদেশ বিজেপির দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান শুরুর পূর্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত কুমার গৌতম, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা।

প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান প্রদেশ বিজেপির দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযানকে সামনে রেখে এইদিন পর্যালোচনা বৈঠক করা হয়েছে। বিজেপির সদস্যতা অভিযানের ক্ষেত্রে সমগ্র দেশের মধ্যে ত্রিপুরা ভালো স্থানে চলে গেছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান। তিনি আরও জানান ইতিমধ্যে অনলাইনে প্রদেশ বিজেপির ৫ লক্ষ ৮০ হাজার মেম্বার হয়ে গেছে। অফলাইনেও প্রায় দেড় লক্ষ মেম্বার হয়ে গেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য